ফার্নিচারের দোকান থেকে ভিজিএফের ১১শ কেজি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য রাখা ভিজিএফের ১১০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার পৌরসভার হ্যালিপ্যাড এলাকায় ‘সবুজ ফার্নিচার মার্ট’ নামের ফার্নিচারের দোকানে অভিযান পরিচালনা করে ওই চাল উদ্ধার করা হয়।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থ কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের এই চাল বিতরণ করা হচ্ছিল। বিতরণের ওই চালের মধ্য থেকে ১১০০ কেজি চাল চোরাচালানির মাধ্যমে উপজেলার পৌরসভার হ্যালিপ্যাড এলাকায় ‘সবুজ ফার্নিচার মার্ট’ নামের ফার্নিচারের দোকানে মজুত রাখা হয়। পরে এ সংবাদ পেয়ে ওই ফার্নিচারের দোকানে অভিযান পরিচালনা করে চাল উদ্ধার করা হয়। এসময় দোকানের মালিক আনোয়ার হোসেনকে (৪৫) আটক করা হয়। তিনি আলমপুর মধ্যপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
ইউএনও আরও জানান, এ ঘটনায় আটক ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার চাল কাজিপুর থানা পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কাজীপুর পৌর মেয়র জানান, ‘ওই চালগুলো বাড়ি বাড়ি থেকে কিনেছে বলে শুনেছি।’
ইউসুফ দেওয়ান রাজু/এসআর/জেআইএম