মোংলায় ব্রিজ ভেঙে খালে, জনদুর্ভোগ চরমে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৪ জুলাই ২০২১

মোংলায় একটি ব্রিজ ভেঙে পড়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামের তালপট্টি নামক স্থানে ব্রিজটি ভেঙে পড়ে।

ব্রিজটি ভেঙে পড়ায় ওই এলাকার অন্তত কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রিজটি মিঠাখালী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মাঝখানে অবস্থিত।

এই ব্রিজ দিয়ে ওই দুই ওয়ার্ডের লোকজনের যাতায়াত রয়েছে। তবে ব্রিজটি ভেঙে পড়ায় তাদের যাতায়াত ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে বাড়তি কয়েক কিলোমিটার পথে ঘুরে তাদের চলাচল করতে হচ্ছে।

মিঠাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (এলজিআরডি) জানানো হয়েছে। আপাতত বাঁশ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হবে।

এরশাদ হোসেন রনি/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।