নোয়াখালীতে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৪ জুলাই ২০২১

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত অসহায় মুমূর্ষু রোগীদের বিনামূল্যে জরুরি সেবা দিতে চালু হলো শেখ রাসেল অক্সিজেন ব্যাংক।

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

তিনি জানান, প্রাথমিকভাকে ২০টি সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। সেবা পেতে ০১৮১৩১৬৩৩৯৫ ও ০১৮১২৮৩৮১০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

jagonews24

তিনি আরও জানান, ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলেও খুব দ্রুত আরও ৩০টি সিলিন্ডার যুক্ত করা হবে এ অক্সিজেন ব্যাংকে।

এছাড়া এ সময় এক লাখ মাস্ক বিতরণ এবং আরও এক লাখ মাস্ক দেয়ার ঘোষণা দেন তিনি।

জানা যায়, একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এ ব্যাংক জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

jagonews24

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসের, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।