শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৪ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ আজ বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে শিথিল হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে এরই মধ্যে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে নৌরুটে চারটি রোরো ফেরিসহ ১২টি ফেরি চলাচল করছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে লকডাউন শিথিলের ঘোষণা আসার পর থেকেই ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে। সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ রয়েছে নৌরুটে। সন্ধ্যা পর্যন্ত চাপ অব্যাহত ছিল।

এদিকে গত কয়েক দিন ধরে নৌরুটের পদ্মানদীতে স্রোতের তীব্রতা বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে পদ্মা পার হতে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে। এতে করে ফেরির নিয়মিত পারাপার কমেছে। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে।

fare1

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, পদ্মায় স্রোত থাকায় ফেরি চলাচলে ধীরগতি রয়েছে। ফলে ঘাটে আটকে থাকা যানবাহনের সংখ্যা বাড়ছে। পাশাপাশি জরুরি কাজে যাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে।

তিনি আরও জানান, শিমুলিয়া থেকে ফেরিতে কিছু কিছু যাত্রী আসছেন। তবে বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ নেই। পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন পার হচ্ছে।

একেএম নাসির/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।