টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৯২ শতাংশ।
শনিবার (১৭ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৫ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৮ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৮৭ জন।
এছাড়া জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৪৬ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৪ জন রয়েছেন।
এদিকে জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৩৪ জন।
আরিফ উর রহমান টগর/এসএমএম/জিকেএস