সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যুরা পেলেন ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৮ জুলাই ২০২১

সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‍্যাবের উদ্যোগে ঈদ উপহারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। র‍্যাব মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী প্রদান করা হয়।

রোববার (১৮ জুলাই) দুপুরে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ৫৫ জন বনদস্যুর মাঝে এসব সামগ্রী বিতরণ করেন র‍্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর মো. খালেদ মাহমুদ ।

এসময় মেজর খালেদ মাহমুদ বলেন, র‍্যাবের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফেরা আত্মসমর্পণকারী বনদস্যুদের পুনর্বাসিত করতে কাজ চলমান রয়েছে। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা বাদে অন্যান্য সাধারণ মামলা প্রত্যাহারের বিষয়টি সরকারের বিবেচনার রয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।