গাজীপুরে ওষুধের দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৮ জুলাই ২০২১
ফাইল ছবি

গাজীপুরে ওষুধের দোকান থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) রাত ৯টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা সংলগ্ন জাবিন মেডিকেল হল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই ব্যবসায়ীর নাম কামরুল ইসলাম (৩৮)। তিনি নরসিংদীর মাধবদী থানার রহিমদি গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, দোকানমালিক কামরুল ইসলাম রাতে ভেতরেই ঘুমাতেন। শনিবার বেচাকেনা শেষে প্রতিদিনের মতো রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন।

বেলা ১১টার দিকে আশপাশের দোকানিরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দোকানের সাটার ভেঙে ভেতর থেকে ওই ব্যবসায়ীকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।