ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক যান চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৯ জুলাই ২০২১

ঈদযাত্রায় যানবাহনের চাপ রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। তবে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। পরিবহনের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

সোমবার (১৯ জুলাই) সকাল ৯টায় মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ আশেকপুর ও রাবনা বাইপাস এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

jagonews24

রাবনা বাইপাসের ফুটপাতের দোকানি দিলচাদ বলেন, ‘রোববার রাত ১১টা থেকে এখানে বেচাকেনা করছি, তবে কোনো যানজট দেখি নাই। স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন।’

jagonews24

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, রোববার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে এ সড়কের যান চলাচল। তবে মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ।

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।