অতিরিক্ত যাত্রীবহন, বাংলাবাজার ঘাটে ৩ লঞ্চকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২০ জুলাই ২০২১

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা রয়েছে। মঙ্গলবার দুপুরে এ নির্দেশ অমান্য করে এমভি সেভেন স্টার, এমভি কাওড়াকান্দি ও এমভি হযরত দেলোয়ার শাহ নামে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসে।

এ সময় ঘাটে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান প্রত্যেকটি লঞ্চকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

madari1

এমভি সেভেন স্টার লঞ্চের যাত্রীরা জানান, লঞ্চটি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে আসে। যাত্রী সেবার কোনো নিয়মই লঞ্চগুলো মানছে না। ঘাটে প্রশাসন লঞ্চ ছেড়ে যেতে বললেও লঞ্চের শ্রমিকরা ডেকে ডেকে ও এপাশ ওপাশ দিয়ে যাত্রী উঠায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘শিমুলিয়া ঘাট থেকে তিনটি লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব তাদের জরিমানা করা হয়।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে ঘাটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের টিমও সার্বক্ষণিক ঘাটে রয়েছে। অনিয়মের কারণে আমরা তিনটি লঞ্চের চালককে জরিমানা করেছি। এছাড়া নৌযানসহ যানবাহনে অতিরিক্ত যাত্রী নিলেই জরিমানা করা হবে।’

এ কে এম নাসির হক/এসেজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।