মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২১ জুলাই ২০২১

মেহেরপুরের মুজিবনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২১ জুলাই) বিকেল পৌনে ৩টায় উপজেলার মানিকনগরে এ ঘটনা ঘটে।

jagonews24

নিহতরা হলেন, গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে দিনমজুর শামীম এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি শাকিল।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ ইকবাল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।