মেহেরপুর হাসপাতালে করোনা-উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:১৭ এএম, ২২ জুলাই ২০২১
ফাইল ছবি

মেহেরপুর জেলায় প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড ও ইয়োলো জোনে এ মৃত্যুর ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা পজিটিভসহ জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত। এদের মধ্যে নতুন ১৩১ জনসহ জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ১১৭ জন।

আসিফ ইকবাল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।