সিগারেট জ্বালানো নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে দোকানি খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:১৫ পিএম, ২২ জুলাই ২০২১
ফাইল ছবি

বগুড়ায় সিগারেট জ্বালানো নিয়ে বাগবিতণ্ডায় রাকিব হৃদয় (২৫) নামের এক দোকানি ছুরিকাঘাতে খুন করেছে বখাটেরা।

বুধবার (২১ জুলাই) রাত ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বাবা মামুনুর রশিদও (৫৫) ছুরিকাঘাতে আহত হন। তিনি শজিমেক হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈপাড়া এলাকার বখাটে আশিক ও স্বাধীন সিগারেট জ্বালানোর জন্য হৃদয়ের দোকানে আসেন। এ সময় হৃদয়ের বাবা সিগারেট জ্বালাতে নিষেধ করলে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক বাঁধে।

একপর্যায়ে আশিক ও স্বাধীন আরও পাঁচ-সাতজনকে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা চালায়। এ সময় হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘ঘটনা জানার পর থেকে আমরা অভিযুক্তদের ধরার চেষ্টা করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মামলা নেয়ার প্রক্রিয়া চালাচ্ছি।’

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।