কিশোরগঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১০৭ জন। এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে হলো ১ হাজার ৮১১ জনে। তাদের মধ্যে ১৩৪ জন হাসপাতালে ভর্তি আছেন।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত সিভিল সার্জন অফিসের রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় একজন, করিমগঞ্জে একজন ও ভৈরব উপজেলায় একজনের মৃত্যু হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এছাড়া জেলায় নতুন শনাক্তের মধ্যে রয়েছেন- কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩০ জন, হোসেনপুরে ২৩ জন, করিমগঞ্জে ৪, তাড়াইলে ৫, পাকুন্দিয়ায় ৭, কটিয়াদীতে ২৪, কুলিয়ারচরে ১, ভৈরবে ৯, নিকলীতে ১ ও বাজিতপুর উপজেলায় ৩ জন।
এদিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৩৪ জন। যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। অপরদিকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৭ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন, ৬ হাজার ৬৯ জন।
নূর মোহাম্মদ/জেডএইচ/