মেহেরপুরে মাস্ক ছাড়া বের হলেই রোদে বসিয়ে রাখছে প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৪ জুলাই ২০২১

মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে রোদে সারিবদ্ধভাবে আধাঘণ্টা বসে সাজা দেয়া হয়েছে ১২ যুবককে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় এ চিত্র দেখা যায়।

সারাদেশে চলমান ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয়দিনে অভিযান পরিচালনা করার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ সাজা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয়দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্ট সচেতনতামূলক যৌথ অভিযান পরিচালনা করছে। অভিযানে মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে রোদে সারিবদ্ধভাবে আধাঘণ্টা বসিয়ে সাজা দেয়া হয় ১২ ব্যক্তিকে।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে অভিযানের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লে. শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।