সাতক্ষীরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৬ জুলাই ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রোববার (২৫ জুলাই) জেলার তলুইগাছা ও মাদরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খুলনা জেলার বাসিন্দা মো. কদম চাকতী (২৫), লাভলী খাতুন (২৪), মাগুরা জেলার বাসিন্দা আরিফা খাতুন (২৮), মানিকগঞ্জ জেলার মোছা. মর্জিনা (৩৫) ও গাজীপুর জেলার মোছা. নাসরিন (৩৫)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, আটকদের কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।