করোনা : সাতক্ষীরায় মারা গেলেন আরও ৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৬ জুলাই ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১২ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন।’

জেলায় এখন পর্যন্ত করোনা উপসর্গে ৫১৬ জন এবং আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৫০ জন। জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।