বাগেরহাটে করোনায় মারা গেলেন আরও ৬ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৬ জুলাই ২০২১
ফাইল ছবি

বাগেরহাটে বেড়েই চলেছে করোনায় মৃত্যুর মিছিল। সোমবার (২৬ জুলাই) করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত ও তিনজন উপসর্গ নিয়ে মারা যান।

শরণখোলা উপজেলায় করোনা আক্রান্ত দুজন ও উপসর্গ নিয়ে একজন, মোল্লাহাটে করোনা আক্রান্ত হয়ে একজন এবং বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৩ দশমিক ৪২ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৫১ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৮২০ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

জেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৪ জন, শরণখোলায় ১৭ জন, মোরেলগঞ্জে আটজন, ফকিরহাটে সাতজন, মোংলায় পাঁচজন, চিতলমারীতে চারজন, রামপালে চারজন, কচুয়ায় তিনজন ও মোল্লাহাট উপজেলায় একজন রয়েছেন।

শওকত আলী বাবু/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।