পিরোজপুরে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৩৫ জন।

মঙ্গলবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি এ তথ্য নিশ্চিত করেন।

পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলায় একজন করে মারা গেছেন।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জেলায় করোনা আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত শয্যা রয়েছে।’

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।