ইট দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৮ জুলাই ২০২১
প্রতীকী ছবি

পারিবারিক কলহের জেরে ইট দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা করেছে পাষণ্ড এক স্বামী।

বুধবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ পাষণ্ড স্বামীকে আটক করেছে।

নিহত গৃহবধূর নাম রাজিয়া সুলতানা মৌ (২৮)। তিনি ফরিদপুরের বালিহাটি এলাকর আরিফ মুন্সীর স্ত্রী ও দুই সন্তানের জননী। আটক আরিফ মুন্সী (৪০) ওই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৪ বছর আগে রাজিয়া সুলতানা মৌয়ের সঙ্গে আরিফ মুন্সীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের আয়েশা আক্তার ঈশা (১২) ও ইয়াকুব মুন্সী সোহান (৮) নামের দুই সন্তান রয়েছে। মৌ-আরিফের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার ভোরে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফ ইট দিয়ে মৌকে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মৌয়ের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ মৌর শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ঘাতক আরিফকে আটক করে।

নিহত মৌয়ের ভাই রাসেল হাওলাদার বলেন, আরিফ আমার বোনকে হত্যা করেছে। ভাগিনা-ভাগনিকে এতিম করেছে। বোনের হত্যাকারী আরিফের ফাঁসি চাই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, ইট দিয়ে মাথায় আঘাত করে মৌকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মো. ছগির হোসেন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।