করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে মারা গেলেন পাঁচজন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৫৭ এএম, ২৯ জুলাই ২০২১
ফাইল ছবি

চাঁদপুরে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। জেলার হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েছে। শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় করোনা ওয়ার্ডের মেঝেতেই রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে।

এদিকে, বুধবার (২৮ জুলাই) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনার পথেই করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ফরিদগঞ্জ ও অন্য চারজন সদর উপজেলার।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া এদিন সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিতে এসে হাসপাতালে মারা যান কামরুন্নাহার (৪০) নামের এক নারী।

হাসপাতালে আনার পথে মারা যাওয়ারা হলেন- চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার জলিল খন্দকার (৫৮), সদর উপজেলার দাসদী গ্রামের নুরজাহান (৬৫), রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের আব্দুর রব (৯৫), দাসাদী এলাকার সফরমালী গ্রামের আব্দুল জব্বার (৭০) ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজার এলাকার খুকি বেগম (৫৫)।

জানা গেছে, তাদের প্রত্যেকের শরীরে করোনার উপসর্গ ছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে নেয়া হয়। তবে পথিমধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম আতিক/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।