করোনা : চাঁদপুরে ৮ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৯ জুলাই ২০২১
ফাইল ছবি

চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে এ মৃত্যুর ঘটনা ঘটে।

এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। বাকি পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনার বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চাঁদপুরে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। ফলে করোনা ওয়ার্ডের মেঝেতেই চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। পাশাপাশি অক্সিজেন সংকটও দেখা দিচ্ছে।’

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন। যার মধ্যে চাঁদপুর সদরে ৬২, ফরিদগঞ্জে ২৬, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় সাতজন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন ও হাইমচরে তিনজন।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।