পিরােজপুরের জেলা প্রশাসক করােনায় আক্রান্ত
পিরােজপুরের জেলা প্রশাসক আবু আলী মাে. সাজ্জাদ হােসেন করােনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) জেলা প্রশাসনের মিডিয়া সেল এতথ্য নিশ্চিত করেছে।
মিডিয়া সেল জানায়, গত দুই-তিনদিন ধরে তিনি সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন। শুক্রবার সকালে নমুনা পরীক্ষায় করােনা পজেটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জেলা প্রশাসক আবু আলী মাে. সাজ্জাদ হােসেন লিখেছেন, ‘অবশেষে শতাব্দীর মহামারি করােনায় আক্রান্ত হলাম। হােম আইসােলেশনে আছি, তবে ডিজিটাল মাধ্যমে পিরােজপুরবাসীর সেবায় সর্বদা নিয়ােজিত থাকব। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ আছি। সবাই দােয়া করবেন।’
এসআর/এএসএম