অতিরিক্ত যাত্রী নেয়ায় শিমুলিয়ায় ৪ লঞ্চের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০১ আগস্ট ২০২১

ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন করায় মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে চারটি লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিয়ে চারটি লঞ্চ শিমুলিয়াঘাটে আসে। নির্দেশনা উপেক্ষা করায় লঞ্চগুলো পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, ঘাট এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য পাঁচজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

এদিকে শিল্পকারখানা খোলার ঘোষণায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের লঞ্চ ও ফেরি করে পদ্মা পাড়ি দিচ্ছেন রাজধানীমুখী মানুষ। এ রুটে সকাল থেকে ১০টি ফেরি ও ৮৬টি লঞ্চ চলাচল করছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।