সাতক্ষীরা মেডিকেলে করোনায় আরও ৫ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০২ আগস্ট ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সোমবার (২ আগস্ট) বিকেলে জেলা করোনাবিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১৯ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন কিট টেস্টে ২২৫টি নমুনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় পাঁচ হাজার ৫৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন চার হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ৮৫ জন।

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।