আবর্জনাভর্তি ড্রেনে নামলেন কাউন্সিলর, ৪ ঘণ্টায় পরিষ্কার
শরীয়তপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌরঙ্গী-ডাকবাংলো সড়ক এলাকার ড্রেনে সবসময়ই আবর্জনায় ভর্তি থাকে। এতে পানি নিষ্কাশন হয় না। বৃষ্টি হলেই জলাবদ্ধতা আরও বেড়ে যায়। সেই সঙ্গে ডুবে যায় সড়কও। আবর্জনার দুর্গন্ধ ও মশা-মাছির উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
এমন করুন অবস্থা দেখে সোমবার (২ আগস্ট) সকাল ৯টায় সাতজন শ্রমিক নিয়ে ময়লা ও আবর্জনা সরাতে ড্রেনে নেমে পড়েন স্থানীয় কাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন ঢালী। দুপুর ১টা পর্যন্ত চলে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। চার ঘণ্টা কাজ করার পর ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন কাউন্সিলর।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘সড়কটিতে গত চার বছর ধরে যথাযথভাবে পানি নিষ্কাশিত না হওয়ায় জলাবদ্ধতা লেগেই থাকত। এতে দেখা দেয় দুর্ভোগ। তবে একজন কাউন্সিলর যেভাবে ড্রেনে নেমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন তা দেখে আমরা অবাক।’

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন ঢালী বলেন, ‘একজন নির্বাচিত কাউন্সিলর হিসেবে ওয়ার্ডের জনগণের সেবা করা আমার দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই ড্রেনের আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। তবে স্থায়ীভাবে এই আবর্জনা অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।’
মো. ছগির হোসেন/এসজে/এএসএম