চুয়াডাঙ্গায় করোনায় প্রাণ গেল আরও ৮ জনের
চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। মৃতদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের একজন, দামুড়হুদার তিনজন ও আলমডাঙ্গার চারজন রয়েছেন।
মঙ্গলবার (৩ আগস্ট) জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একইদিন ১৯৫ টি নমুনা ফলাফলে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৯ জন, আলমডাঙ্গার পাঁচজন, দামুড়হুদার চারজন ও জীবননগরের আটজন।’
সিভিল সার্জন বলেন, ‘বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৭৮৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৬৯৫ জন ও হাসপাতালে আছেন ৯০ জন।’
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১২৯ জনে। নতুন সুস্থ হয়েছেন চার হাজার ১৬১ জন। মারা গেছেন ১৮৩ জন।
সালাউদ্দীন কাজল/আরএইচ/এমকেএইচ