অক্সিজেনের অভাবেই মারা গেলেন অক্সিজেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ আগস্ট ২০২১

বরগুনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ব্যবসায়ী মিসকাতুল ইসলাম মিলন শিকদার। মঙ্গলবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। মিলন পেশায় অক্সিজেন ব্যবসায়ী ছিলেন।

মিসকাতুল ইসলাম মিলন শিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান।

জানা যায়, চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। এ সময় অক্সিজেন লেভেল কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মারা যান। তিনি অ্যাজমা সমস্যায়ও ভুগছিলেন।

মিসকাতুল ইসলাম মিলন শিকদারের বাড়ি পশ্চিম বরগুনা । বরগুনার সদর রোডে অক্সিজেন সরবারহের প্রতিষ্ঠান ছিল। প্রতিদিন গভীর রাত পযর্ন্ত তিনি অক্সিজেন সরবরাহ রেখে করোনা রোগীদের সেবা দিতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি পুত্র সন্তান রেখে যান।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।