স্বল্পমূল্যে চাল কিনতে ওএমএস কেন্দ্রে দীর্ঘ লাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৫ আগস্ট ২০২১

বাজারে চালের দাম বেশি হওয়ায় কম দামে চাল ও আটা কিনতে মৌলভীবাজারের কমলগঞ্জের ওএমএস কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। লাইন দীর্ঘ হওয়ায় অনেকেই পণ্য কিনতে না পেরে হতাশা নিয়ে ফিরছেন।

বুধবার (৪ আগস্ট) তিনটি ওএমএস কেন্দ্রে দেখা যায় উপচেপড়া ভিড়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ জুলাই থেকে কমলগঞ্জ পৌর এলাকার উপজেলা পরিষদ গেট, ভানুগাছ চৌমোহনা ও রেলস্টেশন মোড়ের তিনটি পয়েন্টে একযোগে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এসব পণ্য কিনতে অতিরিক্ত ভিড় থাকায় কোনো ধরনের সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

পৌর এলাকার বাসিন্দা সুলেমান মিয়া জানান, বাজারে চাল ৪৫ এবং আটা ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষ ছুটছেন ওএমএস ডিলারদের কাছে।

ওএমএস কেন্দ্রে চাল-আটা কিনতে আসা আমিনা বেগম বলেন, বাজারে চালের দাম বেশি। এখানে কম দামে চাল ও আটা পাওয়া যায়। তাই লাইনে দাঁড়িয়েছি।

ভ্যান চালক রাসিদুল ইসলাম বলেন, লকডাউনে কোনো আয় রোজগার নেই। বাজারে চাল-আটা সবকিছুরই দাম বেশি। কিন্তু খেতে তো হবে। তাই এখানে চাল কিনতে এসেছি।

ওএমএস ডিলার খায়রুল ইসলাম জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩০০ জনের কাছে চাল ও ২০০ জনের কাছে আটা বিক্রি করা হচ্ছে। এসব চাল-আটার মান খুব ভালো। তাই সবাই ভিড় করছেন। চাহিদা বেশি থাকায় বিক্রি শুরুর কয়েক ঘণ্টাতেই শেষ হয়ে যাচ্ছে চাল ও আটা। তাই অনেকেই বাড়ি খালি হাতে ফিরে যাচ্ছেন। চাপ সামলাতে বরাদ্দ বাড়ানো জরুরি বলে জানান তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক মণ্ডল জানান, কমলগঞ্জ পৌর শহরে শুক্রবার ছাড়া বাকি ছয়দিন তিনজন ডিলারের মাধ্যমে সাড়ে চার মেট্রিকটন করে চাল ও তিন মেট্রিকটন করে আটা বিক্রি করা হচ্ছে। ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচকেজি করে চাল ও ১৮ টাকা কেজি দরে পাঁচ কেজি হারে আটা বিক্রি করছেন ডিলাররা।

আব্দুল আজিজ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।