পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৬ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. তৈয়ব আহম্মেদ দিপু (২৫) নামে পাসপোর্ট দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে পবনকুল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর সদর থানার বানালের পাড় এলাকায় সাইফুল ইসলামের ছেলে।

jagonews24

এসময় তার কাছ থেকে দুটি পাসপোর্ট, যমুনা ব্যাংকের একটি চেক বই, একটি ভুয়া সিল এবং ৪০টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দিপু দীর্ঘদিন ধরেই পাসপোর্ট তৈরির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিত। সে পাসপোর্ট দালাল চক্রের একজন সক্রিয় সদস্য।

এস কে শাওন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।