ফেনীতে আক্রান্ত-উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ফেনী জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে দুইজন আক্রান্ত ও চারজনের উপসর্গ ছিল।
শুক্রবার (৬ আগস্ট) ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, বর্তমানে হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১৩৭ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন পজিটিভ। বাকি ১০৩ জনের উপসর্গ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া সব রোগীকেই অক্সিজেন সেবা দিতে হচ্ছে।
এদিকে জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টয় নতুন ১২৩ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট আট হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ২৭৬ জন।
নুর উল্লাহ কায়সার/এএইচ/এএসএম