কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৬ আগস্ট ২০২১

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন খান (৫২) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার এক সহকারী।

শুক্রবার (৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি ঠিকাদার হিসেবে কাজ করতেন।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চেয়ারম্যান নাসির উদ্দিন মোটরসাইকেলে করে নিজের সহকারী রাজিব সাহাকে (২৮) নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজের একটি সাইট পরিদর্শনে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় একটি অজ্ঞাত পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাজিতপুর জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিন মারা যান। রাজিব গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেবদুলাল দে সাংবাদিকদের বলেন, ঠিক কিভাবে এ দুর্ঘটনা ঘটল তা আমরা নিশ্চিত নই। ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।