ট্রাকের টুলবক্স-অতিরিক্ত টায়ারে মিলল ৮০ হাজার ইয়াবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০৭ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে ট্রাক থেকে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ সময় মো. ইয়াছিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকে ইয়াবার চালান নিয়ে ইয়াছিন ঢাকায় যাচ্ছিলেন ইয়াছিন। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে শিমরাইলে ট্রাকটি তল্লাশি করা হয়। ট্রাকের সামনের কেবিনের টুলবক্সের মধ্যে এবং অতিরিক্ত টায়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া হয়। পরে ইয়াছিনকে আটক করা হয় এবং ইয়াবাসহ ট্রাক জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন স্বীকার করেন- তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবত ট্রাকের বিভিন্ন স্থানে লুকিয়ে ইয়াবা পাচার করে আসছেন।

তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।