চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১৪ এএম, ০৭ আগস্ট ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মাহিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মাহিরন বেগম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা শহরের সাদা ব্রিজে রাস্তা পার হচ্ছিলেন মাহিরন বেগম। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনায় মাহিরন বেগমের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান তিনি।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সালাউদ্দীন কাজল/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।