কি‌শোরগ‌ঞ্জে করোনায় আরও ৫ জ‌নের মৃত্যু, আক্রান্ত ১৩১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কি‌শোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ এএম, ০৮ আগস্ট ২০২১

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে সদরে ২ জন এবং ভৈরব উপ‌জেলায় ৩ জন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় ৩ জন এবং বা‌কি‌ ২ জ‌নের বা‌ড়ি‌তে মৃত্যু হয়।

এ সময়ে নতুন ক‌রে শনাক্ত হ‌য়ে‌ছেন আর ১৩১ জন। এ নিয়ে জেলায় ক‌রোনায় ১৮০ জ‌নের মৃত্যু হ‌লো। আক্রান্তের সংখ্যা দাঁড়ি‌য়ে‌ছে ১০ হাজার ৩৬১ জন। বর্তমা‌নে আক্রান্ত আছেন ৩১২৩ জন।

‌কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা. মু‌জিবুর রহমান শ‌নিবার রা‌তে জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ২১ জন নতুন রোগী ভ‌র্তি হ‌ন।

এ সম‌য়ে সুস্থ হয়ে‌ছেন ২৩ জন। বর্তমা‌নে এ হাসপাতা‌লে ১৮৬ জন রোগী ভ‌র্তি আছেন। তা‌দের মধ্যে ১০ জন আই‌সিইউ‌তে এবং ১৪ জন এইচ‌ডিইউ‌তে চি‌কিৎসা নি‌চ্ছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ‌কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলায় ২৮ জন, পাকু‌ন্দিয়ায় ২ জন, ক‌টিয়াদী‌তে ৪৬ জন, কু‌লিয়ারচ‌রে ৭ জন, ভৈর‌বে ৪৬ জন, নিকলী‌তে ১ জন, বা‌জিতপু‌রে ১ জন, ইটনায় ১ জন ও মিঠামই‌নে ১ জন র‌য়ে‌ছেন।

বর্তমা‌নে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯১০, হোসেনপুরে ২২৭, করিমগঞ্জে ৬৬, তাড়াইলে ৪৬, পাকুন্দিয়ায় ২৭৭, কটিয়াদীতে ৫৩০, কুলিয়ারচরে ৭৪, ভৈরবে ৬২৪, নিকলীতে ৫০, বাজিতপুরে ১৯৮, ইটনায় ৩০, মিটামইনে ৩২ ও অষ্টগ্রাম উপজেলায় ৫৯ জন ক‌রোনা প‌জিটিভ রোগী র‌য়ে‌ছেন।

জেলায় করোনায় মোট মৃত্যু ১৮০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৪, হোসেনপুরে ৮, করিমগঞ্জে ৯, তাড়াইলে ৫, পাকুন্দিয়ায় ১১, কটিয়াদীতে ১৫, কুলিয়ারচরে ৭, ভৈরবে ৩৭, নিকলীতে ৭, বাজিতপুরে ১৫, ইটনায় ১ ও মিঠামইন উপজেলায় ১ রয়েছেন।

জেলার একমাত্র হাওর উপ‌জেলা অষ্টগ্রামেএখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৫৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা হ‌চ্ছে ৩ হাজার ১২৩ জন।

নূর মোহাম্মদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।