করোনা : চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন। এছাড়া নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, সদর হাসপাতালের রেডজোনে দুইজন ও জেলার বাইরে একজন মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে মারা গেছেন তিনজন।

তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ছয়জন, দামুড়হুদার ছয়জন ও জীবননগরের আটজন রয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৪১৭ জন।

সালাউদ্দীন কাজল/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।