নাটোরে ঢাকাগামী পিকআপ উল্টে প্রাণ গেল ৬ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৮ আগস্ট ২০২১

নাটোরের গুরুদাসপুরে যাত্রীভর্তি পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।

রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘বনপাড়া থেকে একটি পিকআপ ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে কাছিকাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ছয়জন যাত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।