সুদের টাকা না পেয়ে শিকলে বেঁধে রাখল দিনমজুরকে, উদ্ধার করল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৮ আগস্ট ২০২১

নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নে শিকল দিয়ে গাছে বাঁধা অবস্থায় শামছু মিয়া (৪৫) নামের এক দিনমজুরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মো. হানিফ (৩০) ও তার ছোট ভাই মো. আল-আমিনকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বছরখানেক আগে হানিফ ও আল-আমিন তাদের চাচাতো ভাই শামছু মিয়াকে সুদে টাকা ধার দেন। পরে পাওনা ২০ হাজার টাকা দিতে না পারায় শনিবার রাতে শামছু মিয়াকে ওই গ্রামের একটি সুপারি গাছে শিকলে বেঁধে রাখেন তারা।

এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী প্রথমে নির্যাতনের শিকার শামছুকে ছাড়িয়ে দিতে চেষ্টা করেন। কিন্তু তাতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে তারা বিষয়টি নেত্রকোনা মডেল থানার পুলিশকে অবগত করেন। পুলিশ গিয়ে ওই দিনমজুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রোববার সকালে শামছু মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করি। আমরা সংশ্লিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাই।‘

এইচ এম কামাল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।