ফরিদপুরে বরাদ্দ শেষ, টিকাদান কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৯ আগস্ট ২০২১

ফরিদপুরে টিকার বরাদ্দ শেষ। তাই আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ। নতুন করে বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (৮ আগস্ট) দুপুর থেকে ফরিদপুর সদরের তিনটি কেন্দ্রে টিকা ফুরিয়ে যাওয়ায় এ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও সিভিল সার্জন অফিসের ডিপোতেও বরাদ্দকৃত টিকার মজুত শেষ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে ধাপে ধাপে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের টিকার বরাদ্দ ফুরিয়ে যাওয়ায় টিকা দেয়া বন্ধ হয়ে যায়।

jagonews24

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান বলেন, টিকা শেষ হয়ে যাওয়ায় রোববার (৮ আগস্ট) দুপুর থেকে ফরিদপুর সদরের তিনটি কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। উপজেলা পর্যায়ের মধ্যে নগরকান্দা ও মধুখালীতে সোমবার (৯ আগস্ট) টিকা দেয়া সম্ভব হলেও মঙ্গলবার (১০ আগস্ট) থেকে টিকাদান বন্ধ হয়ে যাবে। জেলার অন্য ছয়টি উপজেলার টিকাও প্রায় শেষ পর্যায়ে।

এদিকে, রোববার দুপুর ১টার দিকে ফরিদপুর জেনালের হাসপাতালে টিকা নিতে এসে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিকা প্রত্যাশীরা। যারা এসেছিলেন তারা সবাই টিকা পাওয়ার মেসেজও পেয়েছিলেন কিন্তু এসে অপেক্ষার পর টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন।

jagonews24

ফরিদপুর শহরের চরকমলাপুর মহল্লার বাসিন্দা শামীম হোসেন (৩২) অভিযোগ করে বলেন, নিবন্ধন করার ৪ দিন পর তিনি টিকা গ্রহণের মেসেজ পেয়ে এসেছিলেন। এসে দেখেন টিকা নেই। তার মতো অনেকেই ফিরে যান।

তিনি বলেন, টিকা নেই তাহলে আমাকে মেসেজ দিয়ে এনে ভোগান্তি করানোর মানে কী?

ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (৮ আগস্ট) ওই হাসপাতাল থেকে ৬০০ জনকে টিকা দেয়া হয়। টিকা না থাকায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। সিভিল সার্জনের ডিপো থেকে তাদের টিকা সরবরাহ করা হয়। কিন্তু সেখানেই টিকা নেই। নতুন করে টিকা যতদিন না আসবে ততদিন টিকাদান কার্যক্রম বন্ধ রাখা ছাড়া কোনো উপায় নেই।

jagonews24

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান জানান, ফরিদপুরে এ পর্যন্ত দুই লাখ ২৯ হাজার ১২০ ডোজ টিকা এসেছে। এগুলো সবই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও সিনেফার্মার।

jagonews24

তিনি বলেন, টিকার বরাদ্দ চেয়ে নতুন করে চিঠি দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরে। টিকা আসা সাপেক্ষে ফরিদপুরে আবার শুরু হবে কার্যক্রম।

তিনি জানান, যাদের টিকা নেয়ার ম্যাসেজ আসছে কিন্তু টিকা নিতে পারেনি নতুন আসার পর সমন্বয় করে টিকা দেয়া হবে।

এন কে বি নয়ন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।