অভিমানে রাতে ঘর থেকে বেরিয়ে গেলেন যুবক, সকালে মিলল ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৯ আগস্ট ২০২১

কক্সবাজারের উখিয়ায় সৈকত বড়ুয়া (২৩) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ আগস্ট) সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন বাড়ির পার্শ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙ্গিনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সৈকত পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়ার ছেলে এবং তিনি মাইক্রোবাস চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতের সঙ্গে তার এক দূর-আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল। ওই আত্মীয় বিবাহিত ও সম্পর্কে চাচি হওয়ায় সৈকতের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। এ নিয়ে রোববার রাতে পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। অভিমান করে ঘর থেকে বের হয়ে যান সৈকত। পরে সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারাণা তিনি আত্মহত্যা করেছেন।’

সায়ীদ আলমগীর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।