মদনে চিকিৎসককে হত্যার হুমকি দিলেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১১ আগস্ট ২০২১

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ কে এম রিফাত সাঈদকে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় যুবলীগ নেতা ইমরান হোসেন। পরে জীবনের নিরাপত্তা চেয়ে ডা. রিফাত সাঈদ মদন থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ইমরান হোসেন পৌরসভার মাহমুদপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ও মদন উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক।

জিডি সূত্রে জানা গেছে, ইমরান হোসেন কাগজপত্র সত্যায়িত করার জন্য সম্প্রতি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত সাঈদের কাছে যান। কাগজপত্র সঠিক না থাকায় সত্যায়িত করতে অপারকতা প্রকাশ করেন চিকিৎসক রিফাত সাঈদ। এরপর থেকে বিভিন্ন সময়ে ইমরান হোসেন রিফাত সাঈদকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছেন।

বুধবার (১১ আগস্ট) পৌরসভার মহিউদ্দিন মার্কেটের সামনে ডাক্তার রিফাক সাঈদকে পেয়ে মারপিট করতে উদ্যত হন ইমরান হোসেন। পরে ডা. রিফাত সাঈদকে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়ে চলে যান।

এ ব্যাপারে যুবলীগ নেতা ইমরান হোসেন জানান, ‘আমাকে দেখে ডাক্তার রিফাত সাঈদ সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনীতি নিয়ে কটাক্ষ করছে। আমি যুবলীগের উপপ্রচার সম্পাদক হিসেবে প্রতিবাদ করেছি। এ সময় রিফাত সাঈদ আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাছানুল হোসেন জানান, ডা. রিফাত সাঈদকে প্রাণনাশের হুমকির বিষয়টি খবুই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ডা. এ কে এম রিফাত সাঈদ একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।