মহেশখালীর পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, ৫ অস্ত্রসহ কারিগর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১১ আগস্ট ২০২১

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানা থেকে পাঁচটি নতুন তৈরি অস্ত্র ও সরঞ্জামসহ মাহমুদুল করিম (৩০) নামের এক কারিগরকে আটক করা হয়।

বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক মাহমুদুল করিম ওই এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, দুপুরে জামালপাড়া এলাকায় পাহাড়ের গহীনে অস্ত্র তৈরি করা হচ্ছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এ সময় পাহাড়ের ঝুপড়ি থেকে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং আটক করা হয় কারিগর মাহমুদুল করিমকে। তার বাড়ি থেকে নতুন পাঁচটি অস্ত্রও পায় পুলিশ।

gan02

এসব তথ্য নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, ‘পাঁচটি অস্ত্র ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মূলত আটক করিম পাহাড়ে অস্ত্র তৈরির পর পার্শ্ববর্তী তার বসতঘরে মজুত করতো। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সায়ীদ আলমগীর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।