নড়াইলে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১১ আগস্ট ২০২১

নড়াইলের কালিয়ায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার ভোমবাগ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভোমবাগ গ্রামের মোহাম্মদ জাহের বিশ্বাসের ছেলে মো. শিমুল হোসেন বিল্লাল (২৫) ও একই গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মোহাম্মদ বিপুল হোসেন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি পাইপগান নিয়ে ঘোরাঘুরির সময় মো. শিমুল হোসেন বিল্লাল ও মোহাম্মদ বিপুল হোসেনকে গ্রেফতার করা হয়।

কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।