স্ত্রী সংসার ছেড়ে চলে যাওয়ার দুদিন পর স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:০৯ পিএম, ১১ আগস্ট ২০২১
ফাইল ছবি

নীলফামারীর কচুকাটা থেকে মিনারুল ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মিনারুল জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী সবুজপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ জানান, দুদিন আগে মিনারুলের স্ত্রী শরিফা বেগম সংসার ত্যাগ করে অন্য জায়গায় বিয়ে করেন। ক্ষোভে বুধবার বিকেলে কচুকাটা বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এসে কীটনাশক পান করেন। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নীলফামারী হাসপাতালে নেয়ার জন্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ নিয়ে আসেন। তাকে মাইক্রোবাসে ওঠানোর আগেই মারা যায় সে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ‘রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় অভিমানে কীটনাশক পান করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জাহেদুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।