গোডাউনে নেয়ার সময় ৫৯১ বস্তা পচা-নিম্নমানের চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১২ আগস্ট ২০২১

নাটোর সদর উপজেলা গোডাউনে প্রবেশ করানোর সময় ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চালসহ ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সদর উপজেলা ৬নং খাদ্য গোডাউনে চাল আনলোড করার সময় সেগুলো জব্দ করা হয়।

পুলিশ ও গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু তিনজন মিলারের নামে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১ বস্তা চাল নিয়ে আসে। সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধায়নে চালগুলো গোডাউনে আনলোড করা হয়। এসময় স্থানীয়রা পচা ও নিম্নমানের চাল দেখে প্রশাসনকে জানায়।

jagonews24

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন পচা ও নিম্নমানের চাল জব্দ করে। এ সময় সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বলেন, নিম্নমানের চাল পেয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

jagonews24

অপরদিকে অভিযোগ অস্বীকার করে ওসি এলএসডি মফিজ উদ্দিন বলেন, গোডাউনের কর্মচারী ও শ্রমিকরা চাল অনলোড করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দোষী হলে আমার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

রেজাউল করিম রেজা/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।