করোনায় মারা গেলেন সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম
করোনায় আক্রান্ত হয়ে যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াড়াঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সর্দার আল আমিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ জুলাই থেকে নিজ বাড়িতে চিকিৎসা নেন সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম। পরে তার শ্বাসকষ্ট শুরু হলে ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
সালাউদ্দীন কাজল/আরএইচ/জিকেএস