চাঁদপুর জেনারেল হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১২ আগস্ট ২০২১
ফাইল ছবি

চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- আবু জাফর পাটোয়ারী (৬৫) ও দুলাল গাজী (৫৫)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- হনুফা (৭০), ফজুলতেন্নেছা (৬০), হারুনুর রশিদ (৬৫), ফজিলত বেগম (৭০), শিউলি বেগম (৩৯) ও হানিফ (৭৫)।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ২০৯ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।