‘আগামী ১৫ দিনের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১২ আগস্ট ২০২১

করোনা পরিস্থিতি আগামী ১৫ দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার করোনা থেকে দেশের মানুষকে বাঁচাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। করোনায় আক্রান্ত মানুষের সেবা নিশ্চিত করছে। শুধু তাই নয়, লকডাউনে অসহায় মানুষের বাড়ি বাড়ি সরকার খাবার পৌঁছে দিয়েছে।’

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা আর কোনো সরকার করতে পারেনি। দেশের এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হয়নি। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর অঞ্চলে উন্নয়নের কাজ করছি।’

পরে পরিকল্পনা মন্ত্রী ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ১৭৩ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নতুন ভবনে উদ্বোধন করেন।

এরপর বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

লিপসন আহমেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।