নাটোরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, আ.লীগের ৩ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৩ আগস্ট ২০২১

নাটোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মাস্তান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার ২নং তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দীন মিলন, বঙ্গবন্ধু সৈনিক লীগ নাটোর জেলার সহসভাপতি বাশারতুল্লাহ বাশার (৩৫) এবং যুবলীগ কর্মী হিমেল (১৮)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইটভাটা শ্রমিকদের সঙ্গে মিলন ও অন্যদের বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে যুবলীগ কর্মী হিমেলকে চড় মারা হয়। এ ঘটনায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিলন, বাশার ও হিমেল পরিকল্পিতভাবে বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় অফিসের টেবিল এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। পরে রিপন ও আল আমিন নামে দুই ইটভাটা শ্রমিককে অভিযুক্ত করেন তারা। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, পরে অভিযুক্ত রিপন এবং আল আমিনের পরিবার পাল্টা অভিযোগ করলে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহাকে বিষয়টি জানানো হয়। তিনি রাতেই তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে আওয়ামী লীগের ওই তিন নেতাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রেজাউল করিম রেজা/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।