পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল পুলিশ সদস্যের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ আগস্ট ২০২১
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান শিবচর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে বরিশালের রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, চুমুরদি এলাকায় বরিশালগামী পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পুলিশ সদস্য মাহফুজুর রহমান আহত হন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিকআপ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পিকআপটি ভাঙ্গা হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এন কে বি নয়ন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।