ভৈরবে বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৩ আগস্ট ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ-ভৈরব রেলপথের স্থানীয় জগনাথপুর এলাকায় ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এসময় কয়েক ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এসময় ময়মনসিংহ-ভৈরব রেলপথে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ থাকে। বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

jagonews24

স্থানীয়রা জানান, রেলপথের লাইনগুলো অনেক পুরোনো এবং লাইনে পর্যাপ্ত পাথর নেই। ফলে প্রায়ই ওই জায়গায় ট্রেন লাইনচ্যুত হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।